টেক দুনিয়ার সেরা ৮ বিলিয়নিয়ার

বলা হয়ে থাকে টাকা হলো ব্যবসা কেমন সফল তার অন্যতম পরিমাপক। ব্যবসা আগের শতকের মতন নেই। এখন ইন্টারনেট এর যুগে এই ব্যবসা সারা দুনিয়াতে করা সম্ভব দুনিয়ার এক কোণায় বসে। আজকের গল্প তাদের নিয়ে যারা টেক ব্যবসা শুরু করেছিলেন ছোট্ট করে, কিন্তু দুনিয়া জয় করেছেন। হয়েছেন বিলিওনিয়ার।

“টেক ইন্ডাস্ট্রি” বর্তমান বিশ্বের সবচেয়ে সফলতম ব্যাবসায়ীক ক্ষেত্র। পৃথিবী যতই প্রযুক্তি নির্ভর হচ্ছে ততই বাড়ছে চাহিদা আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে এই সেক্টরে বিনিয়োগ। যার ফলে আবির্ভাব ঘটেছে টেক বিজনেস টাইকুনদের। এমনকি আজকে দিনের সেরা ধনীর তালিকায় তাদের একচ্ছত্র রাজত্ব । সেই সব রাজাদের নিয়েই আজকের এই আর্টিকেল। চলুন দেখি সেরা ৮ টেক বিলিয়নিয়ারের তালিকায় কারা আছেন!!

৮। জ্যাক মা

এক সময়ের ইংরেজির শিক্ষক থেকে পরবর্তিকালে হয়েছেন আলিবাবা গ্রুপ এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্যান। যা বর্তমানে বিশ্বের সবছে বড় ই-কমার্স ব্যাবসার একটি। ২০১৪ সালে এই কোম্পনির  IPO নিউ ইয়র্কে বিশ্বের সবচেয়ে বড় পাবলিক স্টক বিক্রয়কারী হিসেবে রেকর্ড সৃষ্ঠি করে।

মার্চ, ২০১৭তে আলিবাবার আয় ৫৬% বেড়ে দাড়ায় ২৩ বিলিয়নে। জ্যাক মা’র আলিবাবা ছাড়াও আরও বিভিন্ন ব্যাবসায় বিনিয়োগ রয়েছে যার মধ্যে অন্যতম হল একটি ভাইনইয়ার্ড ও Beijing Enlight Media এবং Huayi Brothers নামের দুটি চিনের বিনোদোন কোম্পানি। জ্যাক মা বর্তমানে চিনের হাংঝোউ তে বসবাস করছেন। তাঁর বর্তমান সম্পদের মূল্য প্রায় ৩৭.৪ বিলিয়ন ডলার।

৭। সের্গেই ব্রিন

সের্গেই ব্রিন, ল্যারি পেজের সহ প্রতিষ্টায় প্রতিষ্ঠিত গুগল এর প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের প্রেসিডেন্ট। ২০০৪ সালে যখন  গুগল সবার সামনে আসে তাঁর পরের বছরই নাম পরিবর্তন করে অ্যালফাবেট করা হয়। এক সময় তিনি রহস্যজনক গুগল এক্স শাখার প্রেসিডেন্টও ছিলেন। ৪৩.৭ বিলিয়ন ডলারের মালিক এই ব্যাক্তি বসবাস করছেন ক্যালিফর্নিয়ার লস এটলসে।

৬। ল্যারি পেজ

গুগোলের প্যারেন্ট কোম্পানি হল অ্যালফাবেট এবং এই প্রতিষ্ঠানের সিংহাসনে বসে আছেন ল্যারি পেজ। অ্যালফাবেট ক্যালিকো নামের একটি হেলথকেয়ার ডিভিশন ও নেস্ট নামের একটি হোম এপ্লাইয়েন্স কোম্পানিরও প্যারেন্ট কোম্পানি। ১৯৯৮ সালে স্টানফোর্ডে পড়ার সময় তিনি ও সতীর্থ সের্গেই ব্রিন মিলে প্রতিষ্ঠা করেন গুগল।

পেজ প্রোডাক্টের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে ২০০১ পর্যন্ত সিইও এর দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি আবার সিইও পদে ফিরে আসেন। ৪৪.৮ বিলিয়ন ডলারের মালিক ল্যারি পেজ বর্তমানে ব্যাক্তিগত ভাবে  Kitty Hawk এবং Zee.Aero নামের দুটি উড়ন্ত গাড়ির স্টার্ট আপ এ বিনিয়োগ করছেন।

৫। ল্যারি এলিসন

ল্যারি এলিসন ওরাকল এর এক্সিকিউটিভ চেয়ারম্যান। ৫৮.৮ বিলিয়ন ডলারের মালিক এলিসন ১৯৭৭ সালে ওরাকল সহ-প্রতিষ্ঠা করেন এবং এখনো তিনি ওরাকলের সিটিও হিসেবে কর্মরত আছেন।

৪। কার্লোস স্লিম হেল্যু

বর্তমানে ৬৭.৫ বিলিয়ন ডলারের মালিক। তিনি  Shazam এর ৪০ মিলিয়ন ডলার মুল্যের অংশের মালিক ছিলেন। এছাড়াও অন্যান্য সম্পদের মধ্যে তিনি সাউথ আমেরিকার মিউজিক স্ট্রিমিং সার্ভিস Claro Música এর ও কর্ণধার।

৩। মার্ক জাকারবার্গ

ফেইসবুক এর কথা কে না জানে? সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও হচ্ছেন মার্ক জাকারবার্গ । ২০০৪ সালে হার্ভার্ড থেকে বের হয়ে  চার সহপাঠির সাথে মিলে তৈরি করেন ফেসবুক এবং ২০১২ সালে ফেসবুক পাবলিক কোম্পানিতে রুপান্তরিত হয়।বর্তমানে তিনি ৭১ বিলিয়ন ডলারের মালিক।

২। বিল গেটস

বিগত ২৪ বছরে ১৮ বার তিনি নাম লিখিয়েছেন বিশ্বের ধনীদের তালিকার শীর্ষে। কিন্তু ২০১৮ তে এসে তাঁর স্থান হয়েছে তালিকার দুই নম্বরে। ১৯৭৫ সালে পল এলেনকে সাথে নিয়ে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। বর্ত্মানে তিনি ৯০ বিলিয়ন ডলারের মালিক।

১। জেফ বেজোস

অ্যামাজনের সিইও জেফ বেজোস শুধুমাত্র এক নম্বর ধনীই হননি, তিনিই প্রথম জিনি প্রথম ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছেন। জেফ বেজোসের বর্তমান সম্পদের মূল্য ১১২ বিলিয়ন ডলার। বেজোস ১৯৯৪ সালে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। বেজোস ব্লু ওরিজিন নামক এইরোস্পেস কোম্পানির মালিক।

 

টেক ইন্ডাস্টির টাইকুনদের এই তালিকা আশা করি আপনাকে টেক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবে। কিংবা নিজের কোনো টেক ব্যবসা শুরু করার প্রেরণা দিবে।

Your Comments
+