Digitaloy

Earn Money Online – Sell Course

Earn money online - sell course - intro

এটি একটি নতুন এবং ভিন্নধর্মী কোর্স চালু করতে যাচ্ছি।

কোর্সটির বিষয়বস্তু হচ্ছে, “কিভাবে অনলাইন ভিডিও কোর্স থেকে আমরা টাকা উপার্জন করতে পারি” (Earn money online by selling course)।

কোর্সের শুরুতে চলুন দেখি আমার পক্ষে কি আসলেই অনলাইন কোর্স থেকে টাকা উপার্জন করা সম্ভব হয়েছিলো! এরপরই আমরা পরবর্তি স্টেপ গুলোতে যাবো।

এখন আমরা যে ওয়েব সাইটে যাচ্ছি সেটা হল www.udemy.com । অনেকদিন আগে www.udemy.com এ আমার একটি কোর্স পাবলিশ করেছিলাম (কোর্স লিঙ্কঃ swift-learn-by-doing )।

কোর্স পাবলিশ করার পরে Udemy affiliate থেকে আমার কিছু আয় হয়েছিলো এবং মানুষকে আমার কোর্সটি কিনতে উৎসাহিত করার জন্য আমার নিজেরও কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল।

চলুন আপনাদের দেখাই আমি আসলে কখন এবং কত টাকা উপার্জন করেছিলাম।
আমার মোট স্টুডেন্ট ছিল ৫৯০৯ জন, মোট আয় ছিল ৮৭৯.৬০$ ।

এই Swift কোর্সটিকে আমি আমার এক্সট্রা উপার্জন হিসেবে নিয়েছিলাম এবং কোনো এক রোজার সময় চাকুরির পাশাপাশি কোর্সটি বানিয়েছিলাম। যাইহোক, কোর্সে স্টুডেন্টদের ২৩% ছিল যুক্তরাষ্ট্রের। টোটাল যে ৫৯০৯ জন স্টুডেন্ট আছে তার অনেকেই ছিল ফ্রী স্টুডেন্ট।

আমি মাত্র একটি কোর্স বিক্রয় করেছিলাম সেটি হচ্ছে Swift Learn by Doing . বাকি কোর্স গুলো আর বিক্রয় করা হয়নি। এই কোর্সের স্টুডেন্ট ছিল ২৩০০ জন এর মধ্যে অনেকেই ছিল ফ্রী। শুরুরদিকে স্টুডেন্ট পাওয়ার জন্য ফ্রী স্টুডেন্ট নিতে হয়েছিল।

তাহলে বুঝা যাচ্ছে যে, প্রায় চারবছর আগে অনলাইনে কোর্স পাবলিশ করে আমি ৮৭৯.৬০$ উপার্জন করি। এটার মাধ্যমে আপনারা নিশ্চয় বুঝতে পারলেন যে অনলাইনে বা udemy তে কোর্স তৈরি ও বিক্রয় করে অর্থ উপার্জন সম্ভব।

এখন প্রশ্ন হল, এই কোর্স থেকে আমরা কি পেতে যাচ্ছি???

যেহেতু অনলাইনে কোর্স বিক্রয় করতে হবে এবং তার জন্য কোর্স তৈরি করতে হবে। এই কোর্স তৈরি করে তারপর কিভাবে পাবলিশ করতে হবে এবং বিক্রয় করতে হবে টা জানাতে আমি এক্তি আউটলাইন তৈরি করেছি।

1) কোন প্লাটফর্মে পাবলিশ করতে হবে?
প্রশ্ন থাকতে পারে “Udemy কি শুধুমাত্র ওয়েবসাইট যেখানে কোর্স পাবলিশ করে বিক্রয় করা যায়?” এর উত্তর হল, না Udemy ছাড়াও অনেক ধরেনের ওইয়েবসাইত আছে : Skill Share

এগুলো ছাড়াও অনেক ওয়েবসাইট আছে যেগুলো এই কোর্সে আমরা দেখবো। এমনকি Youtube এ ও কোর্স বিক্রয় করা সম্ভব, কিভাবে করা যায় সেটাও আমরা এই কোর্সে দেখবো।

2) কোর্সের আইডিয়া কোথায় পাওয়া যায়?
আরেকটি প্রশ্ন থাকতে পারে, “আমি যা জানি টা নিয়ে আমি কোর্স বানাতে পারি।
– কিন্তু আমি যা জানিনা সেটা থেকে কিভাবে কোর্স বানানো যায় ?
– কোন কোর্সটা বানানো লাভজনক কিংবা কোন কোর্সগুলো এখন ট্রেন্ডিং বা হটটপিক?
এসবের আইডিয়া আমরা কোথা থকে পেতে পারি তাও আমরা দেখব এই কোর্সে।

3) ভিডিও কিভাবে ফ্রী তে রেকর্ড করা যায় বা কেউ যদি ফ্রীতে না করে পেইড কোনো সল্যুশন ব্যাবহার করতে চান সেটাও কিভাবে করা যায় তাও আমরা এই কোর্সে দেখাবো।

4) ভিডিওতে চাইলে সাবটাইটেল ব্যাবহার করতে পারেন। সাবটাইটেল এর সুবিধা হচ্ছে গুগোল খুব সহজেই আপনার ভিডিওটি খুঁজে পাবে। যদি গুগোলে সাবটাইটেল সহ কোনো ইন্ট্রোডাক্টরি ভিডিও দেয়া হয় তাহলে ভিডিওতে কি দেয়া আছে গুগোলের পক্ষে সেটা বুঝতে সুবিধা হয়।

5) এরপর আমরা দেখাবো কিভাবে কোনো একটা প্লাটফর্মে ধাপে ধাপে কোর্স পাবলিশ করা যায়, কিভাবে আপলোড করতে হয়, কোথায় সাবটাইটেল আপলোড করতে হয় এবং কোনো সমস্যা হলে তা কিভাবে সমাধান করা যায়।

6) কোর্সটি কিভাবে অনেকের কাছে পোঁছানো যায়?
এটার মানে হচ্ছে “How to bring traffic to a course?” একটা কোর্স পাবলিশ করার পর সেটা যদি কেউ না দেখে বা এটা নিয়ে যদি কেউ কথা না বলে তাহলে কোর্সটি কেউ কিনবেনা। কোর্সটি কিভাবে অনেকের কাছে পোঁছানো যায় সেটা আমরা বলবো।

আপনাদেরকে দেখানো হয়েছিল যে আমার উপার্জন ৮৭৯.৬০$ কিন্তু আমার স্টুডেন্ট প্রায় ৫০০০ জন এবং এর মধ্যে অনেকেই ছিল ফ্রী। এই ফ্রী কূপন দেওয়া ছিল সেসময়ের একটি স্ট্র্যাটেজি। এটা ছাড়াও অনেক স্ট্র্যাটেজি আছে সেটাও আপনাদের দেখাবো।

7) শুধুমাত্র কোর্স থেকে না , এই প্লাটফর্মে রেফারাল বা Affiliate থেকে কীভাবে উপার্জন করা যাও সেটাও আমরা দেখাবো।

যেহেতু এটি একটি নতুন কোর্স তাই এই কোর্সটি করতে চাই কিনা তা বোঝার একটি উপায় হল ফেইসবুকে বা ইউটিউবে “I want to do it” বা “আমি কোর্সটি করতে চাই” লিখে কমেন্ট করেন এবং সাথে কোন টপিকে কোর্স করতে চান সেটাও যদি বলেন তাহলে কোর্স তৈরি করা আমার জন্য সহজ হবে। দ্বিতীয়ত, এই ইন্ট্রোডাক্টরি ভিডিওটি যদি ফেইসবুকে শেয়ার হয় এবং শেয়ারের পরিমানের উপর ভিত্তি করেই আমি বুঝতে পারবো কোর্সটির চাহিদা আছে কিনা।

আশা করবো ভিডিওটি আপনারা ফেইসবুকে শেয়ার করবেন এবং যত তারাতারি শেয়ার হবে তার উপর ভিত্তি করে আমি কোর্সটি তৈরি করবো।
আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ।

Your Comments