কিভাবে ওয়েবসাইটের জন্য Free VPS Hosting পাবেন?
VPS বা Virtual Private Server হোস্টিং বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সাধারন শেয়ার্ড হোস্টিং এর চেয়ে VPS হোস্টিং এর খরচ একটু বেশি। যার ফলে আমরা অনেকেই VPS এর সুবিধা গ্রহন করতে পারছিনা।
কিন্তু আপনি যদি স্টুডেন্ট হন তাহলে অনেক গুলো সোর্স থেকেই Free তে VPS হোস্টিং পেতে পারেন। চলুন দেখি কিভাবে ফ্রি VPS হোস্টিং পাওয়া যায়;
Table of Contents
GitHub
GitHub স্টুডেন্টদের জন্য কিছু মুল্যবান স্টুডেন্ট প্যাক অফার করছে যা সম্পুর্ন ফ্রি। আপনার যদি ইউনিভার্সিটি থেকে দেয়া ইমেইল আইডি থাকে তাহলে খুব সহজেই ভেরিফাইড হতে পারেন আর যদি না থাকে তাহলে ইউনিভার্সিটি আইডি কার্ড ব্যবহার করেও ভেরিফাই করতে পারেন।
এখানে ক্লিক করে রেজিস্টার করুন।
মাত্র চার দিনের মধ্যেই সব ফ্রি প্যাক সহ ভেরিফিকেশন ইমেইল পেয়ে যাবেন। এইসব প্যাকের মধ্যে VPS এর জন্য দুটি অপশন আছে। Digital Ocean ও AWS।
DigitalOcean
DigitalOcean এর ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য আপনার ক্রেডিট ইনফরমেশন প্রদান করতে হবে। ভেরিফিকশনের পর ১ বছরের জন্য ৫০$ এর একটি প্রোমো কোড পাবেন।
DigitalOcean এর সবচেয়ে কম VPS এর মূল্য ৫$। আপনি ১০ মাস ফ্রিতে VPS ব্যবহার করতে পারবেন। যার পার্ফরমেন্স হবে ১ জিবি র্যাম, ২০ জিবি হার্ড ডিস্ক ড্রাইভ এবং লিনাক্স অপারেটিং সিস্টেম সহ ১ terabyte ব্যান্ডউইডথ ।
ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট বানানো যায় তা ধাপে ধাপে দেখানো হয়েছে :
Amazon Web Service
Amazon Web Service এ রেজিস্টার করলে আপনি পাবেন ১১০$ এর ফ্রি AWS Cloud। VPS instance এর জন্য EC2 instance তৈরি করতে পারেন। Linux/Windows সহ আরও অনেক অপারেটিং সিস্টেম ও ইন্সটল পারেন।
Google Cloud Platform
Google Cloud Platform ৩০০$ মুল্যের ফ্রি ট্রায়াল প্রদান করে। এই সার্ভিসটির জন্য স্টুডেন্টশিপের প্রয়োজন হয় না। যে কেউ এখানে রেজিস্টার করে ১ বছরে জন্য ৩০০$ এর ট্রায়াল পেতে পারে।
VPS instance এর জন্য Compute engine এ প্রতি ১ instance এর জন্য মাসে ৪$ থেকে শুরু করে ৩০$ পর্যন্ত বিভিন্ন ধরনের প্ল্যান আছে। যার যেকোনোটিই আপনি নিতে পারেন।
আসা করি আজকের এই আর্টিক্যাল আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। কমেন্ট সেকশনে আপনার মুল্যবান মতামত প্রদান করুন। বন্ধুদের জানাতে চাইলে শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়া তে।
এমন আরো অনেক কিছু জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের youtube চ্যানেল digitaloy-এ