React Js Jobs

react js jobsReact এর বেসিক থেকে শুরু করে খুঁটিনাটি দেখা হয়ে গেলো। এখন দরকার এই বিদ্যা অর্জন কিভাবে কাজে লাগানো যায়। মানে হলো React শেখার পর কোথায় চাকুরী (job) পাওয়া যাবে। এবং কি ধরণের চাকুরী পাওয়া যাবে।

চলো তাহলে শুরু করা যাক React ডেভেলপার হিসেবে চাকুরীর সন্ধান: খোঁজ the search. চাকুরী খোঁজার জন্য আমার প্রিয় ওয়েবসাইট হচ্ছে linkedin . এখনো যাদের linkedin প্রোফাইল নাই, তারা অবশ্যই একটি প্রোফাইল তৈরী করে ফেলুন। আমার প্রোফাইল লিংক :https://www.linkedin.com/in/sajjadul/ . Linkedin প্রোফাইলে React দিয়ে তৈরী করা কাজের ডেমো প্রোফাইল সেকশন-এ সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। তারপর স্কিল হিসেবে React , Mobx , webpack , Redux এগুলো যুক্ত করুন। তার সাথে পারলে অন্য ডেভেলপার অথবা প্রফেশনাল থেকে endorse নিয়ে রাখুন। এগুলো সব সময় কাজে লাগবে।

Linkedin

এখন আসা যাক কিভাবে linkedin-এ চাকুরী খুঁজতে হবে। Linkedin-এ হরেক রকমের উপায় আছে। Remote Job , freelancing , কোম্পানি চাকুরী কোথায় করতে হবে সব কিছু মিলিয়ে চাকুরী খুঁজে বের করা সম্ভব। তুমি কিভাবে চাকুরী খুঁজতে চাও, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে।

search react jobs in linkedin

 

linkedin-এ চাকুরী খোঁজার জন্য আলাদা লিংক / পেজ আছে। লিংকে যাওয়ার পর React লিখুন keyword-এ এবং location-এ যা খুশি। উদাহরণ হিসেবে Dubai দিতে পারো। চলে আসবে বিভিন্ন রকম চাকুরীর অফার। কোনটা রেখে যে কোনটা করি?

এই তো গেলো শুধু linkedin-এর কাহিনী। সাথে আরো অনেক ওয়েবসাইট আছে যেখানে চাকুরীর সন্ধান সহজেই পাওয়া যায়।নিচে  বিস্তারিত আছে :

Your Comments

Questions