Content Writing জবের সেরা ৫ ওয়েবসাইট

বর্তমান পৃথিবীতে কোন স্কিলই অপ্রয়োজনীয় নয়। আজকের দিনের ওয়াইডস্প্রেডেড ফ্রিল্যান্স মার্কেট এই সত্যটাই প্রকাশ করে। অনেকেরই একটি ভুল ধারণা হল ফ্রিল্যান্সিং শুধু আইটি বা টেক সেক্টরে এক্সপার্ট মানুষদের জন্যই কিন্তু বাস্তবে ফ্রিল্যান্সের ব্যাপ্তি আরো বিশাল।

এই আর্টিক্যালটি তাদেরই জন্য যারা শব্দের জাদুতে পাঠককে সম্মোহিত করে আনন্দ পান। লেখুনির মাধ্যমে মনের ভাব প্রকাশ করেন। ফ্রিল্যান্সিং এর ভাষায় লেখার মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্র হল কন্ট্যান্ট রাইটিং (Content Writing)। এটি এমন একটি কাজ যা আপনাকে আনন্দের মাধ্যমে আয়ের সুযোগ করে দেয়। কন্ট্যান্ট রাইটার হিসেবে কাজ করতে চাইলে আপনাকে প্রথমেই জানতে হবে কোথায় পাবেন আপনার কাঙ্ক্ষিত কাজ। এই  আর্টিকেল আপনাকে সেটাই জানতে সাহায্য করবে।

Upwork

কন্ট্যান্ট রাইটিং এর জন্য ফ্রিল্যান্স ওয়েবসাইট পাওয়া কিছুটা দুঃসাধ্য বটে। অনেক ওয়েবসাইটেই সম্মানির অঙ্কটা কম। এসব কারনেই অনেক কন্ট্যান্ট রাইটারই অনলাইনে কাজ করতে চান না।

আপনি যদি এমন কেউ হন তাহলে Upwork আপনার জন্য বেস্ট প্লাটফর্ম। Upwork রাইটার ছাড়াও ডিজাইনার, মার্কেটার সহ সব ধরনের ফ্রিল্যান্সিং এর জন্যই আদর্শ ওয়েবসাইট।

কিভাবে Upwork এ ফ্রিল্যান্সার হবেন?

প্রথম ধাপঃ  এখানে ক্লিক করে  Upwork এ ফ্রিতে ফ্রিল্যান্সার হিসেবে সাইন আপ করুন।

দ্বিতীয় ধাপঃ আপনি যে বিষয়ে কাজ করতে চান সেটি বাছাই করুন। এর আগে আপনার নাম, ছবি ইত্যাদি দিয়ে প্রোফাইল সাজাতে ভুলবেন না।

তৃতীয় ধাপঃ  আপনার পছন্দের কাজে বিড করুন এবং উপার্জন শুরু করুন।

Upwork এ কাজ করার জন্য গুরুত্বপুর্ন কিছু টিপসঃ

  • ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা করে নিতে হবে। পেমেন্ট মেথড ভেরিফাইড হলে ‘ভেরিফাইড পেমেন্ট” টিক করা থাকবে।
  • আপনি যদি শুরু করতে চান তাহলে অবশ্যই Upwork এর ডেস্কটপ অ্যাপ ব্যবহার করা উচিত এবং টাইম ট্র্যাক করার জন্য ওয়ার্ক ডায়েরী ব্যাবহার করা উচিত। পেমেন্ট স্টেজের প্রতিটি ধাপের স্ক্রিনশট রাখা বুদ্ধিমানের কাজ। যা আপনাকে পরবর্তি ঝামেলা এড়াতে সাহায্য করবে।

আমাদের আরো কোর্স :

Your Comments
+