বর্তমান পৃথিবীতে কোন স্কিলই অপ্রয়োজনীয় নয়। আজকের দিনের ওয়াইডস্প্রেডেড ফ্রিল্যান্স মার্কেট এই সত্যটাই প্রকাশ করে। অনেকেরই একটি ভুল ধারণা হল ফ্রিল্যান্সিং শুধু আইটি বা টেক সেক্টরে এক্সপার্ট মানুষদের জন্যই কিন্তু বাস্তবে ফ্রিল্যান্সের ব্যাপ্তি আরো বিশাল।
এই আর্টিক্যালটি তাদেরই জন্য যারা শব্দের জাদুতে পাঠককে সম্মোহিত করে আনন্দ পান। লেখুনির মাধ্যমে মনের ভাব প্রকাশ করেন। ফ্রিল্যান্সিং এর ভাষায় লেখার মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্র হল কন্ট্যান্ট রাইটিং (Content Writing)। এটি এমন একটি কাজ যা আপনাকে আনন্দের মাধ্যমে আয়ের সুযোগ করে দেয়। কন্ট্যান্ট রাইটার হিসেবে কাজ করতে চাইলে আপনাকে প্রথমেই জানতে হবে কোথায় পাবেন আপনার কাঙ্ক্ষিত কাজ। এই আর্টিকেল আপনাকে সেটাই জানতে সাহায্য করবে।
Table of Contents
Upwork
কন্ট্যান্ট রাইটিং এর জন্য ফ্রিল্যান্স ওয়েবসাইট পাওয়া কিছুটা দুঃসাধ্য বটে। অনেক ওয়েবসাইটেই সম্মানির অঙ্কটা কম। এসব কারনেই অনেক কন্ট্যান্ট রাইটারই অনলাইনে কাজ করতে চান না।
আপনি যদি এমন কেউ হন তাহলে Upwork আপনার জন্য বেস্ট প্লাটফর্ম। Upwork রাইটার ছাড়াও ডিজাইনার, মার্কেটার সহ সব ধরনের ফ্রিল্যান্সিং এর জন্যই আদর্শ ওয়েবসাইট।
কিভাবে Upwork এ ফ্রিল্যান্সার হবেন?
প্রথম ধাপঃ এখানে ক্লিক করে Upwork এ ফ্রিতে ফ্রিল্যান্সার হিসেবে সাইন আপ করুন।
দ্বিতীয় ধাপঃ আপনি যে বিষয়ে কাজ করতে চান সেটি বাছাই করুন। এর আগে আপনার নাম, ছবি ইত্যাদি দিয়ে প্রোফাইল সাজাতে ভুলবেন না।
তৃতীয় ধাপঃ আপনার পছন্দের কাজে বিড করুন এবং উপার্জন শুরু করুন।
Upwork এ কাজ করার জন্য গুরুত্বপুর্ন কিছু টিপসঃ
ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা করে নিতে হবে। পেমেন্ট মেথড ভেরিফাইড হলে ‘ভেরিফাইড পেমেন্ট” টিক করা থাকবে।
আপনি যদি শুরু করতে চান তাহলে অবশ্যই Upwork এর ডেস্কটপ অ্যাপ ব্যবহার করা উচিত এবং টাইম ট্র্যাক করার জন্য ওয়ার্ক ডায়েরী ব্যাবহার করা উচিত। পেমেন্ট স্টেজের প্রতিটি ধাপের স্ক্রিনশট রাখা বুদ্ধিমানের কাজ। যা আপনাকে পরবর্তি ঝামেলা এড়াতে সাহায্য করবে।
Fiverr
সবচেয়ে বড় মার্কেটপ্লেস হিসেবে Fiverr সুপরিচিত। মাত্র পাঁচ ডলার থেকেই সব কিছু পাওয়া যায় বলে Fiverr এত জনপ্রিয়।
আপনি কি এখনই শুরু করতে চাইছেন এবং খুব তাড়াতাড়ি আয় করার কথা ভাবছেন? তাহলে Fiverr আপনারই জন্য।
কিভাবে Fiverr এ ফ্রিল্যান্সিং শুরু করবেন?
প্রথম ধাপঃ এখানে ক্লিক করে Fiverr এ ফ্রি রেজিস্ট্রেশন করুন। তারপর আপনার গিগ সাজিয়ে গ্লোবাল মার্কেটের জন্য আপনার প্রোডাক্ট ওপেন করে mbhgouদিন।
দ্বিতীয় ধাপঃ আপনার গিগ সেট করুন (আপনি চাইলে প্রাইস ক্যাটাগরিতে ভাগ করে আপনার কন্ট্যান্ট রাইটিং সার্ভিস অফার করতে পারেন)।
তৃতীয় ধাপঃ আয় করতে শুরু করুন। Upwork এর মত এখানেও পজিটিভ ফিডব্যাক প্রয়োজন যা আপনার ক্লায়েন্টকে আকর্ষন করবে।
People Per Hour
People per hour ফ্রিল্যান্স রাইটিং এর জন্য অনন্য একটি প্লাটফর্ম। রাইটার হিসেবে তিনটি ভিন্ন পদ্ধতিতে কাজ খোজা যায়। আপনি Browse Hourlies ব্যবহার করে, ফিক্সড প্রাইজ অফার এর মাধ্যমে জব পোস্ট করতে পারেন। ক্লায়েন্টকে আপনাকে খুঁজে পেতে সাহায্য করবে।
যেভাবে People per hour এ ফ্রিল্যান্স রাইটিং শুরু করবেনঃ
দ্বিতীয় ধাপঃ একাউন্ট খোলার পরই জব খোঁজা শুরু করুন, আপনি ডিজাইনিং, রাইটিং, এসইও সব ধরনের জবই খুঁজে পাবেন।
তৃতীয় ধাপঃ প্রপোজাল পাঠিয়ে বা যারা আগেই জব পোস্ট করেছেন তারা এক্সেপ্ট করে কাজ শুরু করুন এবং উপার্জন করুন।
Guru
ফ্রিল্যান্স রাইটিং এর জগতে অনেক জনপ্রিয় একটি নাম Guru।
এই প্লাটফরমে কাজ করা অত্যন্ত সহজ। ব্যবসায় প্রতিষ্ঠান গুলোও এখানে কন্ট্যান্ট রাইটার খুজতে পারে বা জব পোস্ট করতে পারে এবং কোনো ঝামেলা ছাড়াই হোম পেইজ থেকে প্রপোজাল গ্রহন করতে পারে।
Guru তে ফ্রিল্যান্স রাইটার হিসেবে কাজ করতে যা করতে হবেঃ
প্রথম ধাপঃ ফ্রিল্যান্স রাইটিং জব খুজতে এখানে ক্লিক করে ফ্রি সাইন আপ করুন।
দ্বিতীয় ধাপঃ Find a job এ ক্লিক করে পছন্দের কন্ট্যান্ট রাইটিং জব খুজুন।
তৃতীয় ধাপঃ প্রপোজাল পাঠান এবং আয় করতে জব পোস্টিং নিয়ে কাজ করুন।
Problogger Job Board
Problogger job board এমন একটি কম্যুনিটি যেখানে আপনি উপার্জন করার জন্য শত শত রাইটিং গিগস পাবেন। এই প্লাটফর্মের সবচেয়ে ভালোদিক হল আপনি অনেক ভালো দিকনির্দেশনা পাবেন কিন্তু কোনো টাকা খরচ করতে হবেনা। আপনে চাইলেই জব এলার্টের জন্য তাদের ইমেল লিস্টে আপনার পছন্দের কীওয়ার্ডস ব্যবহার করে সাবস্ক্রাইব করতে পারেন।
যেভাবে Problogger job board এ যাত্রা শুরু করবেনঃ
প্রথম ধাপঃ Problogger job board কাঙ্ক্ষিত জব খুজতে এখানে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপঃ এমন প্রজেক্ট সিলেক্ট করুন যেটাতে কাজ করতে আপনি আসলেই সাচ্ছন্দবোধ করেন। যে কাজে আপনি দক্ষ সে ধরনের কাজ খোঁজ করুন।
তৃতীয় ধাপঃ রাইটিং শুরু করার আগে ইন্সট্রাকশনস এবং প্রারম্ভিকা পড়ে নিন। তাহলে ক্লায়েন্টকে খুশি করে কাজ করে ভালো অঙ্কের আয় করা সম্ভব।
আশা করি এই ব্লগ থেকে আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের মতামত এবং কি ধরনের আর্টিকেল আপনাদেরকে উপকৃত করবে তা কমেন্ট করে জানান। এমন আরও তথ্য বহুল আর্টিকেল পেতে Digitaloy -এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।