top job websites for web designers

ওয়েব ডিজাইন ফ্রিল্যান্স জব পাওয়ার সেরা ১০ টি ওয়েবসাইট

ওয়েব ডিজাইনার হওয়া অনেকের কাছেই  স্বপ্নের মত। শুধুমাত্র একটি কম্পানিতে কাজ না করে সারা বিশ্বব্যাপী নানা দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করার ইচ্ছা অনেকেরই।

যদিও বাস্তবে গ্লোবালি কাজ করা অতটা সহজ নয়। আপনি কি জানেন কিভাবে ওয়েব ডিজাইনারদের এর জন্য বড় প্লাটফর্ম খুঁজে পাওয়া যায়? যদি না জানেন তাহলে এই আর্টিকেল আপনাকে সাহায্য করবে আপনার পছন্দের প্লাটফর্ম খুঁজে পেতে।

আপনি যদি ওয়েব ডিজাইনিং জগতে নতুন হন তাহলে এই সব ওয়েবসাইটে সাইন আপ করার আগেই নিজেকে তৈরি করে নিন প্রতিযোগিতার অদম্য প্রতিযোগী হিসেবে। তারপর শুরু করুন আপনার ফ্রিল্যান্স জগতে আপনার অ্যাডভেঞ্চার।

  • Upwork  Upwork ইতোমধ্যেই ফ্রীল্যান্সিং এর সবচেয়ে বড় প্লাটফর্ম হিসেবে তার যায়গা পাকপোক্ত করে নিয়েছে। এখানে ডিজাইনাররা কাজ পাওয়ার জন্য তথ্য দিয়ে রাখেন আর কোম্পানি গুলো রিক্রুট্মেন্ট এর তথ্য আপলোড করে রাখেন। এই প্লাটফর্মে ওয়েব ডিজাইনাররা গড়ে আয় করেন প্রায় ৫হাজার ডলার।
  • 99Designs  99Designs এমন একটি প্লাটফর্ম যা প্রফেশনাল ডিজাইনারদের সম্পর্কে তথ্য দিয়ে থাকে। এখান থেকে কোম্পানিগুলো তাদের জন্য উপযুক্ত ডিজাইনার হায়ার করতে পারেন। এক্ষেত্রে 99Designs কে সম্মানির একটা অংশ আগেই প্রদান করতে হয়।

 

 

  • Toptal এই ওয়েবসাইট কোম্পানিগুলোকে প্রফেশনাল ডিজাইনারদের তথ্য সরবরাহ করে থাকে। এই চরম প্রতিযোগীতামুলক প্লাটফর্মে  অন্যদের থেকে এগিয়ে থাকতে হলে কোম্পানি কি ধরনের ওয়েব ডেভেলপার চায় সে সম্পরকে পরিষ্কার ধারনা থাকতে হবে। মনে সাহস রেখে সিভি আপলোড করেদিন। হয়ত পরদিনই আপনি পেয়ে যেতে পারেন বড় কোনো অফার।
  • Freelancer একজন ডিজাইনার হিসেবে এখানে আপনার প্রজেক্ট আপলোড করে রাখতে পারেন এবং এমপ্লয়ারগন রিসার্চের মাধ্যমে তাদের জন্য উপযুক্ত ওয়েব ডিজাইনার খুঁজে নেন।
  • LinkedIn আপনি যদি প্রফেশনাল জবের খোঁজ রাখতে চান তাহলে LinkedIn আপনার জন্য বেস্ট চয়েস। LinkedIn এমন একটি সাইট যেখানে ক্যারিয়ার ইনফরমেশন আদান-প্রদান এর মাধ্যমে কানেকশন্স তৈরি করা যায়। এটি হতে পারে আপনার একান্ত নিজের জব ইনফরমেশন পেইজ। যদি আপনি ফ্রীল্যান্স ওয়েব ডিজাইনার হতে চান, আপনার তৈরি কন্ট্যাক্টস এর মাধ্যমেই আপনি সহজেই তা হতে পারেন।
  • Behance হাজারো প্রফেশনাল ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার ব্যাবহারকারির এই ওয়েবসাইটটি আপনার আস্থাভাজন হবে তা সহজেই বলা যায়। সহজে জব ফিল্টারিং এর সুবিধা এই ওয়েবসাইটকে আপনার পছন্দের যায়গায় স্থান করে দিতে পারে।

 

 

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শিখুন। ওয়ার্ডপ্রেস দিয়ে পৃথিবীর ৬০ মিলিয়ন ওয়েবসাইট তৈরী হয়েছে। বুঝে দেখুন ওয়ার্ডপ্রেস এ কাজ করা শিখলে কাজের কত সুযোগ রয়েছে। আর দেরি কেন ?

Your Comments
+