যে ২০টি কারণে WordPress দ্বারা ওয়েবসাইট তৈরি করবেন – পর্ব ১

ওয়েবসাইট ডিজাইনে ঝামেলা আর খরচের ভীতির কারণে অনেক প্রতিষ্ঠানই ওয়েবসাইট ব্যাবহার করে না। কিন্তু আপনি কি জানেন, মাত্র কয়েকশত টাকা খরচ করেই ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে তৈরি করে নিতে পারেন গর্জিয়াস ও ক্লাসি একটি ওয়েবসাইট।

ওয়ার্ডপ্রেস এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটের Content সাজাতে পারবেন কোন ধরণের কোডিং ছাড়াই।

চলুন দেখি এমন ২০ টি কারণ যা ওয়ার্ডপ্রেসকে বিশ্বের সেরা কন্ট্যান্ট মানেজমেন্ট সিস্টেমে পরিণত করেছে ;

 

১। অর্থ সাশ্রয়ী

ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে মাত্র ১০ ডলার বা তারও কম খরচ করে একটি ভালোমানের ওইয়েবসাইট তৈরি  করা যায়।

২। যে কোনো ধরণের ওয়েবসাইট তৈরি করা যায়

সাধারণত ওয়ার্ডপ্রেস বলতেই আমাদের মনে ব্লগের কথা মাথায় আসে। কিন্তু বাস্তবে ওয়ার্ডপ্রেস একটি ডায়নামিক প্লাটফর্ম।  ব্যাবসায় থেকে শুরু করে সোশ্যাল নেটওয়ার্ক সব ধরনের ওয়েবসাইটই এই প্লাটফর্মে তৈরি করা সম্ভব।

৩। মধ্যস্বত্তভোগীদের বিদায়
কাস্টমবিল্ট ওয়েবসাইট রক্ষণাবেক্ষণে প্রায়শই একজন দক্ষ ওয়েব ডেভেলপারকে দায়িত্ব দেয়ার প্রয়োজন হয়। যা ব্যয়সাপেক্ষ। ওয়ার্ডপ্রেস এ তৈরি ওয়েবসাইটে রক্ষনাবেক্ষন করা অনেক সহজ। এক ক্লিকেই কন্ট্যান্ট আপডেইট করা থেকে সিকিউরিটি প্লাগ ইন ইনস্টল করে অয়েবসাইতের নিরাপত্তা রক্ষা ও নিজে নিজেই করা যায়।
৪। হাজারো থিমের জগত

আপনার ওয়েবসাইটকে সুন্দর করতে ওয়ার্ডপ্রেসের রয়েছে হাজারো থিমের এক বিশাল জগত। গুগোলে মাত্র কয়েক ক্লিকেই পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেসের অনেক অনেক থিমস। সেখান থেকেই আপনি খুঁজে নিতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট থিম। অনেক ভালো এবং প্রয়োজনীয় থিম ফ্রিতেই পাওয়া যায়।

৫। পাঁচ মিনিটেই সেটআপ করুন আপনার ওয়েবসাইট

ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েবসাইট সেটআপ করতে পারবেন মাত্র ৫ মিনিটে। বেশিরভাগ ওয়েব হোস্টিংই এক ক্লিকেই ইনস্টল করার সুবিধা দেয় যা করতে মাত্র কয়েক মিনিট লাগে। তাছাড়া ওয়ার্ডপ্রেসে রয়েছে অনেক ধরণের হোস্টিং প্ল্যান যার যেকোনোটিই আপনি ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইটে।

পর্ব ০২

Your Comments
+