WordPress ওয়েবসাইট প্রতিযোগিতা ২০১৫

ডিজিটালয় এ শুরু হতে যাচ্ছে WordPress দিয়ে ওয়েবসাইট বানানোর প্রতিযোগিতা।Wordpress দিয়ে ওয়েবসাইট বানানোর টিউটোরিয়াল দেখুন আমাদের ওয়েবসাইট এ : WordPress ওয়েবসাইট

ওয়েবসাইট ফ্রি হোস্টিং এর লিংক:  ওয়েব হোস্ট

 

ওয়েবসাইট সম্পর্কিত কোনো প্রশ্ন আছে ? জিজ্ঞাসা করুন আমাদের গ্রুপ এ :


 

নতুন টিউটোরিয়াল পেতে গ্রাহক হন : 

প্রতিযোগিতার নিয়ম:

আপনার ওয়েবসাইট এ নিচের সব গুলো অবশ্যই  থাকতে হবে:

১. আপনার হোম পেজ (প্রথম পাতা / পেজ ) এ খবর (পোস্ট) এর স্লাইডার থাকতে হবে।

২. কোন পোস্ট অথবা পেজ এ কমেন্ট করার অপসন থাকা যাবে না।

৩. পোস্ট অথবা পেজ কে লিখেছেন (Author) তা থাকা যাবে না।

৪. একটা contact us পেজ থাকতে হবে , সাথে contact করার ইনফরমেশন।

৫. আপনার ওয়েবসাইট এ কোনো পোস্ট পাবলিশ হবার সাথে সাথে তা ফেইসবুক পেজ এ পাবলিশ হবে , WordPress দিয়ে।

 

আমাদের Youtube চ্যানেল এ সাবস্ক্রাইব করুন : ডিজিটালয় Youtube

আমরা বাছাই করব একটা ওয়েবসাইট কে। আপনার ওয়েবসাইট এর নাম আমাদের ফেইসবুক পেজ এর পোস্ট ডিজিটালয় এর কমেন্ট এ দিয়ে দিন।

**********প্রতিযোগিতার শেষ সময় ডিসেম্বর এর ৩১ তারিখ************

পুরস্কার :

১. একটা নতুন .Com ডোমেইন। 

২. leapswitch.com এ এক বছর এর জন্য শেয়ার্ড হোস্টিং।