সার্ভার এ ফাইল ট্রান্সফার (FTP)
সার্ভার এ ফাইল ট্রান্সফার (FTP)
Filezilla ডাউনলোড এর লিংক : filezilla-project.org
নিজের কম্পিউটার এ যা করা হয় তা শুধু নিজে দেখতে পাই। ইন্টারনেট এ অন্যান্য সবাইকে দেখানোর জন্য হোস্টিং এর কম্পিউটার বা সার্ভার এ ফাইল গুলো ট্রান্সফার করতে হবে। এই জন্য ব্যবহার করা হয় FTP (ফাইল ট্রান্সফার প্রোটোকল). বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় ফাইল ট্রান্সফার করার জন্য। এই লেকচার এ আমরা দেখব কিভাবে filezilla ব্যবহার করে কিভাবে সার্ভার এ ফাইল আপলোড করা যায়। এই পদ্ধতি ব্যবহার করে যেকোনো ফাইল অথবা ফোল্ডার সার্ভার এ ট্রান্সফার করা যাবে।
FTP ব্যবহার করার জন্য মূলত তিনটি তথ্য প্রয়োজন :
১. হোস্টিং এর নাম
২. হোস্টিং এর ব্যবহারকারীর (user) নাম
৩. ব্যবহারকারীর (user) পাসওয়ার্ড
উপরের তথ্য গুলো সাধারণত হোস্টিং ওয়েবসাইট থেকেই পাওয়া যায়।
Youtube এ সাবস্ক্রাইব করুন নতুন কোর্স আসার সাথে সাথে আপডেট পাওয়ার জন্য : https://goo.gl/ZHBm3V
কোনো প্রশ্ন আছে ? জিজ্ঞাসা করুন আমাদের ফেইসবুক গ্রুপ এ : https://www.facebook.com/groups/webtutts
ফেইসবুক পেজ : https://facebook.com/digitaloy/
আমরা আছি টুইটার এ : https://twitter.com/digitaloy