Inline vs Block এলিমেন্ট

HTML Inline vs Block এলিমেন্ট

HTML এর এলিমেন্ট গুলো সাধারণত ২ ধরণের :

১. Block (ব্লক) লেভেল এলিমেন্ট

২. Inline (ইনলাইন) লেভেল এলিমেন্ট

ব্লক এলিমেন্ট গুলো প্যারেন্ট এলিমেন্ট এর সমস্ত জায়গা জুড়ে থাকে।  আর ইনলাইন এলিমেন্ট গুলো একটার পর একটা বসতে থাকে : একটা লাইন ধরে।  ব্লক এলিমেন্ট গুলো শুরু হয় সব সময় নতুন লাইন থেকে।  সাধারণত ব্লক এলিমেন্ট এর ভেতর ইনলাইন বা ব্লক এলিমেন্ট ২টাই থাকতে পারে।  যেমন <div/> এই এলিমেন্ট এর ভেতর অন্য <div/>, <p /> ব্লক এলিমেন্ট অথবা ইনলাইন এলিমেন্ট <span />, <a /> এলিমেন্ট থাকতে পারে। ইনলাইন এলিমেন্ট এর ভেতর তথ্য (data) অথবা অন্য কোনো ইনলাইন এলিমেন্ট থাকে। রেফারেন্স :

ব্লক এলিমেন্ট :  Block Level Element 

ইনলাইন এলিমেন্ট : Inline Level Element

*** চাইলে ব্লক অথব ইনলাইন এলিমেন্ট গুলো কে ইনলাইন-ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে দেখানো যায় CSS দিয়ে।  ***

Youtube এ সাবস্ক্রাইব করুন নতুন কোর্স আসার সাথে সাথে আপডেট পাওয়ার জন্য : https://goo.gl/ZHBm3V

কোনো প্রশ্ন আছে ? জিজ্ঞাসা করুন আমাদের ফেইসবুক গ্রুপ এ : https://www.facebook.com/groups/webtutts
ফেইসবুক পেজ : https://facebook.com/digitaloy/
আমরা আছি টুইটার এ : https://twitter.com/digitaloy

Your Comments

Questions