Node Js Modules
NodeJS মডিউল সিস্টেমে প্রত্যেকটি জাভাস্ক্রিপ্ট ফাইল কে মডিউল হিসেবে বিবেচনা করা হয়। এই লেকচারে দেখানো হয়েছে কিভাবে নিজের মডিউল তৈরী করা যায়। এর সাথে NodeJS এর নিজস্ব মডিউল কিভাবে ব্যবহার করা যায়।
নিজের তৈরী একটি মডিউল : calculator.js
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 | console.log("Calculator started"); const sum = ( a, b) => { return a+b; } const multiply = ( a, b) => { return a*b; } module.exports = { sum: sum, multiply } |
এই মডিউলটি অন্য কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলে ব্যবহার করতে হলে require ব্যবহার করতে হবে। উদাহরণ হিসেবে app.js ফাইল calculator.js মডিউল ব্যবহার করতে চাই। তাহলে কিভাবে করবো?
1 2 3 4 5 6 7 | console.log("App started"); const calculator = require("./calculator.js"); console.log("summation: ",calculator.sum(2,3)); console.log("multiply: ", calculator.multiply(2,3)); |
এখন NodeJS এর সিস্টেমের সাথে কিছু মডিউল পাওয়া যায়। মডিউল গুলোর লিস্ট পাওয়া যাবে এখানে : NodeJS modules List
সিস্টেম এর মডিউল থেকে কিভাবে username পাওয়া যায় তা দেখানো হয়েছে নিচের উদাহরণে:
1 2 3 4 5 6 | console.log("App started"); const os = require('os'); const userInfo = os.userInfo(); console.log(`Hello: ${userInfo.username}`); |
NodeJS মডিউল সম্পর্কে বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
Your Comments