npm nodemon

NodeJS সিস্টেমে কোনো ফাইল পরিবর্তন করলে node কমান্ডটি বারবার চালানো লাগে। এপ্লিকেশন এর মূল ফাইল যদি হয় : app.js তাহলে উদাহরণ হবে:

প্রতিবার একই command চালানো থেকে মুক্তির উপায় কি ?

NPM এ আছে nodemon. Nodemon এর কাজ হলো যেকোনো NodeJS এপ্লিকেশন  এ সকল ধরণের পরিবর্তনের দিকে খেয়াল রাখা। কোনো ফাইল পরিবর্তন হলে nodemon নিজে থেকেই node এপ্লিকেশন আবার চালু করে। nodemon একটি NodeJS এপ্লিকেশন এ ইনস্টল করা যায় কিংবা নিজের computer-এ globally ইনস্টল করা যায়।

গ্লোবালি একবার ইনস্টল করলে প্রজেক্ট ভিত্তিতে ইনস্টল করতে হবে না। গ্লোবালি nodemon ইনস্টল করার কোড:

এখন NodeJS এপ্লিকেশনটি আবার চালু করুন , তবে nodemon দিয়ে:

এরপর যেকোনো ফাইল এর পরিবর্তন করুন, তারপর দেখুন ম্যাজিক। কাঙ্খিত ফলাফল পাওয়া যাচ্ছে কিন্তু node প্রতিবার Run করা লাগছে না।

Your Comments