যে ২০টি কারণে WordPress দ্বারা ওয়েবসাইট তৈরি করবেন – পর্ব ৩

বিশ্বের মোট ওয়েবসাইটের প্রায় ২৭% ই ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে তৈরি। কেন ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় আর কেনোইবা এই প্লাটফর্মে ওয়াবসাইট তৈরি করা সহজ তা নিয়েই আমাদের এই আর্টিক্যাল। ২০ টি কারণে WordPress দিয়ে ওয়েবসাইট তৈরী সিরিজের এটি তৃতীয় পর্ব।

প্রথম পর্ব দেখতে ক্লিক করুন

দ্বিতীয় পর্ব দেখতে ক্লিক করুন


১১। শুরু করুন নিজের বিজনেস ব্লগ

হাবস্পট এর মতে যে সকল কোম্পানির নিজস্ব ব্লগ রয়েছে তারা অন্য কোম্পানি থেকে বেশি ট্রাফিক ও ৯৭% লিঙ্কস বেশি পায়। এটা বলার অপেক্ষা রাখেনা যে, বিক্রয় বৃদ্ধি জন্য ব্লগ অনেক বেশি সহায়ক। আপনি চাইলেই ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে সহজেই ব্লগ তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে সাব ডোমেইন (blog.yourwebsite.com) বা আলাদা ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে (yourwebsite.com/blog) সহজেই ব্লগিং শুরু করতে পারেন।

শুধু মাত্র ব্লগিং করেই টাকা উপার্জন করা সম্ভব। গুগল এডসেন্স, আমাজন এফিলিয়েট এর মাধ্যমে Passive উপার্জন করা যায় খুব সহজে।

১২। সহজ কন্ট্যান্ট ম্যানেজমেন্ট

ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভেতরে অনেক ফাংশন নিয়ে খুব সহজেই এক্সপেরিমেন্ট করা যায়। যেমন ড্র্যাগ এন্ড ড্রপ ইন্টারফেস ব্যবহার করে ইমেজ গ্যালারি তৈরি করা বা শিডিউল পোস্ট করা।  যা করতে এক লাইনের কোড  ও লিখার প্রয়োজন হয় না। এমন সুবিধা শুধু ওয়ার্ডপ্রেসেই পাওয়া সম্ভব।

১৩। আপনার ওয়েবসাইটকে পরিনত করুন অনলাইন স্টোরে

ইন্টারনেট এর মাধ্যমে পণ্য কেনা বেচা করতে চান ?  হাজারো অনলাইন স্টোর রয়েছে যা ওয়ার্ডপ্রেসে তৈরি। WooCommerce এর মত প্লাগইন ওয়ার্ডপ্রেসে অনলাইন স্টোর করা আরও সহজ করে দিয়েছে।

১৪। সৃষ্টি করুন নিজের কম্যুনিটি

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে নিজেই তৈরি করুন আপনার সোস্যাল নেটওয়ার্কিং সাইট। আপনি হয়ত ফেসবুক বা টুইটার বানাতে পারবেন না কিন্তু BuddyPress এর মত প্লাগইন ব্যবহার করে নিজের ছোট কম্যুনিটি নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেই তৈরি করে নিতে পারেন।

১৫। ওয়েবসাইটকে অন্য ভাষায় অনুবাদ করা

যদি আপনি বিশ্বব্যাপি আপনার  ওয়েবসাইটকে ছড়িয়ে দিতে অন্য ভাষায় অনুবাদের বিকল্প নেই। HTML এ তরই ওয়েবসাইটে এই কাজ করতে মাসের পর মাস লেগে যেতে পারে কিন্তু ওয়ার্ডপ্রেসের WPML  এবং Multilingual Press এর মত কিছু প্লাগইন শুধু মাত্র ৪০ টি ভাষাতেই অনুবাদ করা ছাড়াও আলাদা ভাষার জন্য আলাদা ওয়েবসাইটও তৈরি করতে পারে।

Your Comments
+