যে ২০টি কারণে WordPress দ্বারা ওয়েবসাইট তৈরি করবেন – পর্ব ২
ব্যক্তিগত কিংবা খবর কিংবা ব্যবসা যাই হউক না কেন ওয়েবসাইট এখন অবশ্যই প্রয়োজন। বর্তমানে ৬০ মিলিয়নের বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী। ২০ টি কারণে WordPress দিয়ে ওয়েবসাইট তৈরী সিরিজের এটি দ্বিতীয় পর্ব।
প্রথম পর্ব দেখতে ক্লিক করুন এখানে।
৬। বিগিনার ফ্রেন্ডলি
ওয়ার্ডপ্রেসে তৈরি ওয়েবসাইট চালাতে কোনো ধরনের কোডিং জানার প্রয়োজন হয় না। বিগিনার ফ্রেন্ডলি ইন্টারফেসের বদৌলতে আপনি খুব সহজেই ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন। বিশ্বাস না হলে নিজের চোখেই দেখে নিন :
৭। বিরতিহীন সাপোর্ট আপডেইট
ওয়ার্ডপ্রেস মুলত ওপেনসোর্স হলেও প্রিমিয়াম কোয়ালিটির ইউজার এক্সপেরিয়েন্স প্রদানের জন্যই এর ইউজার অনেক বেশি। প্রতিবছর ওয়ার্ডপ্রেসে কমপক্ষে তিনটি মেজর আপডেইট আর অসংখ্য ছোট ছোট আপডেইট আসে, যা অটোমেটিক সিস্টেম আপডেইট করে।
৮। মোবাইল ডিভাইস ফ্রেন্ডলি
ওয়ার্ডপ্রেস একটি রেসপন্সিভ প্লাটফর্ম যা সব ধরনের মোবাইল ডিভাইস সাপোর্ট করে। অন্যান্য HTML এ তৈরি ওয়েবসাইটের মত এখানে মোবাইল ডিভাইসের জন্য আলাদা করে ওয়েবসাইট ডিজাইন করতে হয় না।
৯। নিরাপত্তা
ওয়েবসাইটের নিরাপত্তার জন্য সিক্যুরিটি এক্সপার্ট নিয়ে ভাবতে হবে না। ওয়ার্ডপ্রেসের সিক্যুরিটি প্লাগইন গুলো আপনার ওয়েবসাইটকে হ্যাকার ও ম্যালওয়ার থেকে রক্ষা করবে। এমনি একটি প্লাগিন হলো ডিফেন্ডার
১০। সহজ SEO ইমপ্লিমেন্টেশন
সাধারনত ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজ করা অনেক ক্ষেত্রেই বিরিক্তিকর ও ঝামেলার কাজ। ওয়ার্ডপ্রেসে তৈরি ওয়েবসাইটে এই ঝামেলা একদমই নেই। SEO প্লাগিন ব্যাবহার করে সহজেই ওয়ার্ডপ্রেস বেইসড ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজড করা যায়। ওয়ার্ডপ্রেস এর প্লাগিন ডিরেক্টরি তে SEO লিখে খুঁজলে অনেক SEO প্লাগিন এর রেজাল্ট দেখা যাবে।
Yoast এর SEO প্লাগিনটি ব্যবহার করা হয়েছে ৫ মিলিয়ন এর বেশি বার।