Create Once Earn 5 times


অনলাইন কোর্স পাবলিশ করার জন্য বিভিন্ন প্লাটফর্ম আছে। সব গুলো প্লাটফর্মে কি একই কোর্স বিভিন্ন ভাবে পাবলিশ করতে হবে?

– নাহ!
কোর্স পাবলিশ করার জন্য অনেক প্লাটফর্ম আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো : Skillshare , Udemy এবং আরো অনেক প্লাটফর্ম।

কোন প্লাটফর্ম দিয়ে শুরু করা উচিত?

এতো এতো প্লাটফর্ম, তাহলে কোনটা দিয়ে শুরু করা উচিত? আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি Skillshare -এ কোর্স পাবলিশ করা খুব সহজ।

Skillshare এর সুবিধা:

  • পাবলিশ করার আগে রিভিউ ধাপ অতিক্রম করতে হয়। এই রিভিউ সময় খুব কম Skillshare-এ।
  • কম দৈর্ঘ্যের lecture দিয়ে কোর্স তৈরী করা যায়
  • সম্পূর্ণ কোর্সের দৈর্ঘ্য ১ ঘন্টার মধ্যে শেষ হলেই ভালো। শর্ট is সুইট
  • কোর্সের কত মিনিট দেখা হয়েছে তার উপর ভিত্তি করে টাকা পাওয়া যায়
  • প্রথম ২ মাস শুধু $0.99 দিয়ে যেকোনো প্রিমিয়াম ক্লাস করুন Skillshare -এ
  • অন্যের কোর্স affiliate হিসেবে বিক্রয় করা সম্ভব। Skillshare -এ একাউন্ট তৈরী করুন। Affiliate লিংক শেয়ার করুন।

Skillshare ছাড়া ও আরো অনেক প্লাটফর্মে কোর্স সহজে পাবলিশ করা যায়। নিচে অন্য প্লাটফর্ম গুলোর লিস্ট দেয়া হলো :

উপরের সব গুলো প্লাটফর্মে একই কোর্স পাবলিশ করুন। ফ্রি কিংবা পেইড যেভাবে খুশি।

কেন ফ্রি কোর্স দিবো ?

ফ্রি কোর্স দেয়ার সুবিধা হলো প্রচুর স্টুডেন্ট খুব অল্প সময়ে পাওয়া যায়। পরবর্তী কোর্স পাবলিশ করার পর ফ্রি স্টুডেন্ট কে সহজে জানানো যায় নতুন কোর্স এর ব্যাপারে।

তাহলে কোন প্লাটফর্ম দিয়ে শুরু করতে যাচ্ছেন? কোন প্লাটফর্মে আপনার অভিজ্ঞতা কেমন জানাতে ভুলবেন না যেন।

Your Comments