How to get 1000+ Course Ideas

How to get 1000+ Course Ideas

কোর্স তৈরী করে পাবলিশ করার জন্য অনেক প্লাটফর্ম আছে। বিভিন্ন প্লাটফর্মে বিভিন্ন দৈর্ঘ্যের কোর্স চাহিদা আছে।

প্রশ্ন হলো এই সব কোর্স তৈরী করার আইডিয়া কোথায় পাওয়া যাবে ? এখন কোন ধরণের কোর্স এর চাহিদা বেশি? ভবিষ্যতে কোন কোর্সের চাহিদা বাড়বে ?

এই লেকচারে আমরা দেখবো কিভাবে কোর্সের আইডিয়া পাওয়া যায়.

কোর্স তৈরির আইডিয়া অনেক ভাবেই পাওয়া সম্ভব। কোর্স প্লাটফর্মের উপর ভিত্তি করে আইডিয়া খুঁজতে পারলে সবচেয়ে ভালো। ভিন্ন ভিন্ন প্লাটফর্মে ভিন্ন রকম কোর্স এর চাহিদা। তাহলে শুরু করা যাক।

Skillshare – এ কিভাবে কোর্স আইডিয়া পাওয়া যায়?
Skillshare-এ আইডিয়া খুঁজে পাবার সহজ উপায় হলো অন্য কারো কোর্স ফলো করা। সুবিধা হলো : কোর্স গুলো সাধারণত ধৈর্ঘ্যে ছোট হয়। সুতরাং তাড়াতাড়ি কোর্স এর তথ্য বুঝে নিজের মতন করে আবার কোর্স তৈরী করা সম্ভব।

খবরদার ভুল করেও অন্যের কোর্স ডাউনলোড করে আবার আপলোড করবেন না।

কিভাবে Youtube-এ কোর্স আইডিয়া খুঁজে পাবো?
দুনিয়ার যেকোন জিনিস এর উপর Youtube-এ ভিডিও পাওয়া যায়। শুধু কোর্স টপিক চিন্তা করে search করলেই Youtube -এ ভিডিও চলে আসবে। ভালো দেখে কয়েকটা ভিডিও দেখে নিজের মতন সাজিয়ে কোর্স তৈরী করা সম্ভব। সেই কোর্স চাইলে Skillshare কিংবা Udemy তে আপলোড করা যায়।

Udemy তে কোর্স আইডিয়া এবং কেমন চলবে তা কিভাবে খুঁজব? – Udemy তে চাইলেই একটি কোর্স টপিক এর কেমন চাহিদা তা দেখা সম্ভব। Udemy এর Instructor দের জন্য আলাদা ড্যাশবোর্ড আছে। যেকোনো কোর্স টপিক লিখে সার্চ দিলে, টপিক এর বর্তমান এবং ভবিষ্যৎ Udemy দেখিয়ে দিবে।

Udemy থেকে Hot টপিক খুঁজে বের করুন। Youtube থেকে ভালো করে শিখে নিন। তারপর ধাপে ধাপে নিজের কোর্স তৈরী করে ফেলুন।

উপরের কোন পদ্ধতি আপনাদের ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Your Comments

Questions