ES6 in React

ES6 in React. এই ভিডিও তে ES6 এর প্রয়োজনীয় কিছু ফীচার দেখানো হয়েছে। এই ফীচার গুলো React অধিকাংশ সময় ব্যবহার করা হয়।

Babel REPL: https://bit.ly/2GX06SH

ES6 কিংবা Javascript2015 এ অনেক কিছু নতুন সংযোজন হয়েছে। React এ কাজ করতে গেলে কিছু ফীচার বারবার ব্যবহার করা হয়। তেমনি কিছু ফীচার এই ভিডিওতে চেষ্টা করেছি ভালোভাবে ব্যাখ্যা করতে। কি কি ফীচার ব্যবহার করা হয় জানতে হলে দেখতে হবে ভিডিওটি।

ফীচার লিস্ট:
Const vs Let vs Var
Object destructuring
Fat arrow function
ES6 map vs foreach

Documentation:
Const: ES6 Const
Let: ES6 let
Destructuring: ES6 destructuring
Arrow Function: ES6 fat arrow function

Map: ES6 map
Foreach: ES6 foreach

বর্তমানে React ডেভেলপার এর চাহিদা প্রচুর। Single Page Application কিংবা সংক্ষেপে SPA তৈরী করতে React ব্যবহার করা হয়। আর React জানলে, React Native -এ কাজ করা সহজ। React Native দিয়ে Android এবং iOS এর জন্য মোবাইল এপ্লিকেশন তৈরী করা যায়।

Your Comments

Questions