React Refs
React Refs. এই ভিডিও তে দেখবো React এ কেন ID ব্যবহার না করে Ref ব্যবহার করা হয়।
React Ref : https://reactjs.org/docs/refs-and-the-dom.html
Github Link: React Tutorial in Bangla
Demo: http://digitaloy-react.netlify.com
React এ ID ব্যবহার করা হয় না। কারণ একই কম্পোনেন্ট বারবার ব্যবহার করা হলে একই ID বারবার আসবে। এই ধরণের ব্যবহার HTML এর হিসেবে ভুল। কারণ একই পেজে একই ID দুইবার ব্যবহার করা যাবে না। তাহলে উপায় কি? React-এ এই উদ্দেশ্যে ব্যবহার করা হয় Ref . Ref এর দিয়ে কিভাবে HTML এলিমেন্ট এর মান পাওয়া যায় জানতে হলে দেখতে হবে ভিডিওটি।
Demo : http://digitaloy-react.netlify.com
Netlify : https://www.netlify.com/
বর্তমানে React ডেভেলপার এর চাহিদা প্রচুর। Single Page Application কিংবা সংক্ষেপে SPA তৈরী করতে React ব্যবহার করা হয়। আর React জানলে, React Native -এ কাজ করা সহজ। React Native দিয়ে Android এবং iOS এর জন্য মোবাইল এপ্লিকেশন তৈরী করা যায়।