lang="en-US">
Digitaloy

ওয়েব ডিজাইন ফ্রিল্যান্স জব পাওয়ার সেরা ১০ টি ওয়েবসাইট

top job websites for web designers

ওয়েব ডিজাইনার হওয়া অনেকের কাছেই  স্বপ্নের মত। শুধুমাত্র একটি কম্পানিতে কাজ না করে সারা বিশ্বব্যাপী নানা দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করার ইচ্ছা অনেকেরই।

যদিও বাস্তবে গ্লোবালি কাজ করা অতটা সহজ নয়। আপনি কি জানেন কিভাবে ওয়েব ডিজাইনারদের এর জন্য বড় প্লাটফর্ম খুঁজে পাওয়া যায়? যদি না জানেন তাহলে এই আর্টিকেল আপনাকে সাহায্য করবে আপনার পছন্দের প্লাটফর্ম খুঁজে পেতে।

আপনি যদি ওয়েব ডিজাইনিং জগতে নতুন হন তাহলে এই সব ওয়েবসাইটে সাইন আপ করার আগেই নিজেকে তৈরি করে নিন প্রতিযোগিতার অদম্য প্রতিযোগী হিসেবে। তারপর শুরু করুন আপনার ফ্রিল্যান্স জগতে আপনার অ্যাডভেঞ্চার।

 

 

 

 

 

  • Dribbble Dribbble এ আছে অনেক প্রফেশনাল ওয়েব ডিজাইনার ও ডিজাইন কোম্পানি। তারা প্রতিদিন হাজারও ক্রিয়েটিভ ডিজাইন প্রকাশ করে থাকে। আপনি চাইলেই আপনার ডিজাইন আপলোড করে ফ্রিল্যান্স ওয়েব ডিজাইন রিসার্চকারি কোম্পানি গুলোকে আকৃষ্ঠ করতে পারেন। Dribbble এর অনন্য ফিচার আপনার আপলোড ও প্রিন্টিং এ নষ্ট হওয়া সময় বাঁচাবে।
  •  We Work Remotely এই সাইটের নামই বলে দেয়, এই সাইটটি তাদের জন্য যারা সারা বিশ্বের বিভিন্ন মানুষের সাথে কাজ করতে পছন্দ করেন। এই ওয়েবসাইট কোম্পানি গুলোকে সেরা প্রোগ্রামার ও ওয়েব ডিজাইনার খুঁজতে সাহায্য করে।
  • DesignCrowd ক্রিয়েটিভ মানুষদের জন্য একটি অনন্য মার্কেটপ্লেস হল DesignCrowd। এই ওয়েবসাইটে গ্রাফিক ডিজাইনার ও ওয়েব ডিজাইনারদের জব ইনফরমেশন পাওয়া যায়
  • PeoplePerHour এই ওয়েবসাইট সিম্পল বিডিং সিস্টেমের মাধ্যমে দ্রুত, কম সময়ে এবং তুলনামুলক কম পারিশ্রমিকে এমপ্লয়ারদের ওয়েব ডিজাইনার পেতে সাহায্য করে। আপনি যদি স্কিলড হন তাহলে এই প্লাটফর্মেও বিডিং রেইট হাই হওয়ার সুযোগ আছে।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শিখুন। ওয়ার্ডপ্রেস দিয়ে পৃথিবীর ৬০ মিলিয়ন ওয়েবসাইট তৈরী হয়েছে। বুঝে দেখুন ওয়ার্ডপ্রেস এ কাজ করা শিখলে কাজের কত সুযোগ রয়েছে। আর দেরি কেন ?

Your Comments